ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় শুভ আহমেদ (১৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বাইসাইকেল আরোহী শুভ আহমেদ কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার মোঃ শাহিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শুভ আহমেদ কুমারখালী কাপুড়িয়া হাটে কাজ করতেন। সোমবার ছুটি থাকায় বাইসাইকেল নিয়ে শুভ কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপরে ঘুরতে আসে। এসময় দ্রুতগামী ঘাতক মোটরসাইকেল তাকে সামনে থেকে ধাক্কা দিলে নিহত শুভ ব্রিজের উপর লুটিয়ে পড়ে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫