ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
"শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা" এই স্লোগান কে সামনে রেখে রাজশাহী মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে, সোমবার (২৫-শে নভেম্বর) সময় সকাল ১০ টায় নিজ কর্যালয়ে মোহনপুর উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা- দলনেত্রী, উপজেলা আনসার কোম্পানির কমান্ডার, উপজেলা আনসার সহকারী কোম্পানির কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার, উপজেলা মহিলা সহকারী আনসার প্লাটুন কমান্ডার ও বিভিন্ন সংস্থায় অঙ্গিভূত সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু সভাপতিত্বে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল জব্বার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাজশাহী বিভিএমএস।
বিভিএম আরিফ বিন জলিল বক্তব্য প্রধান কালে তিনি বলেন, দলনেতা-দলনেত্রী প্রত্যেক আনসার সদস্যকে কাজের মাধ্যমে তার পেশাদারিত্ব পরিচয় দিতে হবে, পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জল করতে হবে এবং নিজ পেশার মাধ্যমে দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে হবে যেমন,
মহামারী, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকালে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মাধ্যমে পেশাদারিত্বের পরিচয় প্রদান করা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি (প্রশিক্ষিকা) জোবাইদা খাতুন, উপজেলা সহকারী
কোম্পানী কমান্ডার মুকুল সরদার, উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার মঞ্জুয়ারা বেগম, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন দলনেতা রেজাউল হক ও ১নং ধুরইল ইউনিয়ন দলনেত্রী (ইউপি সদস্য) হাসনা হেনা সহ- উপস্থিত ছিলেন উপজেলার ৬টি ইউনিয়নের দলনেতা দলনেত্রী এবং কেশরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha