মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিতে এবং কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক অরুণ কুমার শীলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলী সদস্য কাজী রুহূল আমিন । অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ফিকুজ্জামান নায়েক ।
অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত দিনে সিস্টেম লস এর মাধ্যমে আওয়ামীলীগ সরকারের লুটেরা কর্মকর্তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে । তথাকথিত উন্নয়নের নামে দেশকে পিছন দিকে ঠেলে দেয়া হয়েছে ।
রাজনৈতিক স্থিতিশীল করতে হলে সরকার ধারাবাহিক দরকার। সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। বিগত সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষের উপর জুলুম করা হয়েছে।
দেশের মানুষ দিনের পরদিন নির্যাতিত হয়েছে।
বক্তারা বলেন গণ অভ্যুত্থান একদিনে হয়নি। তার জন্য বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে।
বক্তারা এ সময় বিগত দিনে কমিউনিস্ট পার্টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বক্তারা বলেন, আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা রেখেছে তা অবশ্য প্রশংসার দাবি রাখে। নেতৃবৃন্দ বলেন
কোটা ইস্যুতে আন্দোলন শুরু হয়েছিল।
পরবর্তীতে আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল ।যে কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। বক্তারা বলেন শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি তা ধরে রাখতে হবে।
যদি এরপর কোন সরকার এরপর ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বক্তারা বলেন আমরা অন্তবর্তী কালিন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। অনির্বাচিত সরকার
যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে একটা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে।
সব সংস্কার আপনারা করতে পারবেন না । আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। সমস্ত গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। কৃষি উপকরণের দাম কমাতে হবে । অবিলম্বে হকার শ্রমিক অটো রিকশাচালক তথা সাধারণ জনগণের উপর অত্যাচার বন্ধ করতে হবে।
আমরা চাই এই সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তা যথাযথ গ্রহণ করবেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর দক্ষিণ করে
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha