আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৪টি দলের অংশগ্রহনে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দল ১-০ গোলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন রিজভী শেখ।
নকআউট পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেয়া অপর দুই দল হলো দৌলতদিয়া মডেল হাইস্কুল ও গোয়ালন্দ প্রপার হাইস্কুল।
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া দপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদ।
সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সহিদুল ইসলাম।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারন সম্পাদক শামীম শেখ, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, ক্রীড়া শিক্ষক মোঃ মোতালেব হোসেন প্রমূখ। খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক
মোঃ তৈয়বুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদ বলেন, শিক্ষার্থীদের সুস্হ্য দেহ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের মান্য করে চলতে হবে। ভবিষ্যতে দেশের জন্য ক্জ করতে নিজেদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে।
এ জন্য তাদেরকে সর্বদা শারিরীক ও মানসিকভাবে সুস্থ্য থাকতে হবে। এর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা তাদেরকে মাদক, ইভটিজিং, মোবাইল আসক্তি সহ সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে। এ জন্য নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এ সময় তিনি চ্যাম্পিয়ন দলসহ খেলায় অংশ নেয়া অপর তিন দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha