হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র সহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (২৪ নভেম্বর) রাতে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া বারআউলিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন ।
এ সময় তাদের কাছ থেকে ০৩ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র, ০৩ টি হরিনের শিং, ১৮টি মোবাইল, ০১টি ঘড়ি এবং নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বলে জানিয়েছে কোস্টগার্ড।।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহীন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার সময় স্টেশন কমান্ডার রিফাত আহমেদ একটি টিম নিয়ে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, হরণী ইউনিয়নের নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের মৃত ভজেন্দ্র কুমার দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (৪৬), বিপ্লব চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (২২), দীপক চন্দ্র দাসের ছেলে মিটন চন্দ্র দাস (২১), গোপিনাৎ চন্দ্র দাসের ছেলে যুবরাজ চন্দ্র দাস (২৮), বিমল মজুমদারের ছেলে ভিবেষ মজুমদার (৩৮), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোল্লা গ্রামের মোঃ গনির ছেলে মোঃ আব্দুল্লাহ (২৬), ৮নং ওয়ার্ড দক্ষিণ জোটখালি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২২), চর ঘাসিয়া এলাকার মৃত আজহার আহম্মদের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৬০), চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম আদর্শ গ্রামের কৃষ্ণ কুমার দাসের ছেলে রণজিৎ চন্দ্র দাস (৪৩), হাজী গ্রামের সাইদুল হকের ছেলে মোঃ মামুন (২৮), হাসিনা নগর গ্রামের মোহন চন্দ্র দাসের ছেলে রাজীব চন্দ্র দাস (২৭), রসুলপুর গ্রামের শফিউল্যার ছেলে মোঃ এমরান (৪০), বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড অনন্তপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মোঃ কাশেম (৫৩) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ রিয়াজ (২৪)।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর
হাতিয়া থানা ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ থানা হাজতে হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha