রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত পুরুষ (৫০)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ নভেম্বর রবিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের পুঁটিনা এলাকার একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানায়, পুঁটিনা এলাকার একটি ধানক্ষেতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে গেছে।
আরও পড়ুনঃ দামের উত্তাপে ইলিশ এখন ছুঁয়ে দেখতেও ভয়
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন পুঁটিনা এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।