আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৯:০৮ এ.এম || প্রকাশকাল : জুন ২৪, ২০২১, ৫:২২ পি.এম
নড়াইলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত- ১৫
স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হযেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আমবাড়িয়া গ্রামে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা।
পুলিশ জানায়, উপজেলার চাচুড়ী ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাতেবার মোল্যা গ্রুপ ও নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
তারই জের ধরে গত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আলমগীরের ছেলে অনীক হোসেন পাশের রঘুনাথপুর গ্রামে যাওয়ার সময় কাতেবুর গ্রুপের সমর্থকরা তাকে ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রায় ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের নাজমুল শেখ (২৮), শিমুল শেখ (৩৭), বিলায়েত শেখ (২৭), সোহেল শেখ (৩২), নাসিম শেখ (৩০), দিদার শেখ (২৫), শিমুল মোল্যা (৩৪), হিল্লাল শেখ (৪২) , ও আহাদ ভূইয়াসহ (৪৬) সহ অন্তঃত ১৫ জন আহত হয়েছে।
গুরুতর আহতদেরকে খুলনা ২৫০ শয্য হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিবাদমান দুটি পক্ষের নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা সম্ভব হয়নি।
কালিয়া থানার ওসি (অপারেশান) মো. আমানউল্লাহ বারী বলেছেন, ওই সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha