মো.ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সেবাদান সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়েছেন আদিত্য ফাউন্ডেশন।
গত ২০ নভেম্বর বুধবার প্রেসক্লাবের পক্ষ থেকে আদিত্য ফাউন্ডেশনের অর্থ গ্রহণকরেন সভাপতি এনায়েত হোসেন। আদিত্য ফাউন্ডেশনের পক্ষে ডাঃ দিপক কুমার আদিত্য এ অর্থ তুলে দেন।
জানা যায়, আদিত্য ফাউন্ডেশন ইতিপূর্বে অনেক সামাজিক সংগঠন ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। পৌরসভার কেন্দ্রীয় হরিমন্দিরে ডাঃ সুশিল কুমার আদিত্য ও মায়া রানী আদিত্য এবং দাতব্য চিকিৎসা কেন্দ্রে এমবিবিএস ডাক্তার দ্বারা এলাকার মানুষকে নিয়মিত সেবা প্রদান করবেন।
ইতোমধ্যে আদিত্য ফাউন্ডেশন পৌরসভার শ্রীরামপুর মহিলা মাদ্রাসা ও উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের পাশে দাড়িয়েছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, আদিত্য ফাউন্ডেশন জাতি, ধমর্, বর্ণ ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ান। আগামীতে সমাজের সকল ভালো কাজের পাশে থেকে সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে বলে আমার বিশ্বাস।
আরও পড়ুনঃ এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আদিত্য ফাউন্ডেশন আমাদের প্রেসক্লাবের উন্নয়নের পাশে দাড়িয়েছেন এ জন্য প্রেসক্লাবের সকল সদস্যর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উন্নয়নের পাশে থাকবেন বলে আমাদের বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫