রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমিদখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরজমিনে গেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃতে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং মারধর করে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নুরুল ইসলামের সাথে উধনপাড়া মৌজার ১১৫নং আর এস খতিয়ানের ৬৬ শতাংশ জমি নিয়ে আনিছুর রহমান, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রায়হান আলী, আমের আলী, জামের আলী ও আনোয়ার হোসেনের দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে।
এব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলাম মামলায় রায় পান। কিন্তু বিবাদীগণ গত ২২ অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে তুষার আওয়ামী লীগ নেতা নাসিরসহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোর পূর্বক কেটে নেওয়াসহ জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এসময় বিবাদী শহিদুল ইসলাম তাদের নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, , বাশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ আক্রমন করে এবং বাড়ি ঘর ভাংচুর করেন।
এবিষয়ে নাসির উদ্দিন জানান, নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের দীর্ঘ দিন মামলা চলার পর তিনি কোর্ট থেকে রায় পান। সেকারণে তার ছেলে জমি পরিস্কার করার জন্য আসে। আমি তার নিকট থেকে ৮কাঠা জমি ক্রয় করেছি। সেজন্য সেখানে গিয়েছিলাম। তবে তাদের উপর হামলার বিষয়টি সত্য নহে।
এবিষয়ে জানতে রহিমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন মামলার বিষয়ে নাটোর কোর্টে গিয়েছেন। নুরুল ইসলামের মোবাইল নাম্বার চাইলে তিনি নম্বর দিতে অপারগতা স্বীকার করেন।
আরও পড়ুনঃ পটিয়ায় গরু চুরি বৃদ্ধিতে আতঙ্ক, টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান, জমি দখলের বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছে। এঘটনায় উভয় পক্ষের মোট ৫ জনকে আটক করে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha