ফরিদপুরের চরভদ্রাসনে মৎস্য সম্পদ রক্ষায় বুধবার সকাল সারে ১০টা হতে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত লোহারটেক কোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
ঐ দিন উপজেলার সদর ইউনিয়নের নজুর দোকান হতে শুরু করে সর্দারবাড়ি পর্যন্ত লোহারটেক কোলের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ অনুযায়ী এ অভিযান পরিচালনা করে ১১টি আড়াআড়ি বাঁধ, ৬টি চায়না দুয়ারী ও ১টি ভ্যাসাল জাল অপসারন ও বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় চরভদ্রাসন থানার এ.এস.আই হাওলাদার ওমর ও মৎস দপ্তরের সদস্য বৃন্দ।
অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান বলেন “ পদ্মা নদীতে জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে লোহারটেক কোল সহ বিভিন্ন খালে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ এসে ডিম ছাড়ে।
কিন্তু উপজেলার একশ্রেনীর লোভী অসাধু মাছ শিকারিরা কোলের বিভিন্ন স্থানে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ,৭০ থেকে ৮০ফুট দৈর্ঘ্যরে চায়না দুয়ারী ও ভ্যাসাল জাল দিয়ে মাছের বংশ বিস্তার রোধ করার পাশাপশি মৎস্য সম্পদ ধ্বংশ করে আসছিল।
খবর পেয়ে আজ বুধবার ১১টি বাঁধ,৬টি চায়না দুয়ারী ও একটি ভ্যাসাল জাল অপসার ও বিনষ্ট করা হয়েছে।মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা”।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha