কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান
বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি জেলা ব্রাম্মনাবাড়িয়া। ইতালির তরিনোতে ব্রাম্মণবাড়িয়া জেলার নবীন প্রবীণ প্রবাসীদের সাথে ঐক্যবদ্দ ভাবে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি গঠন করে কার্যক্রম পরিচালিত করে আসছে। তারই ধারাবাহিকতায় এই জেলা সমিতির নতুন করে কার্যকরী কমিটি পুনর্গঠন করে জাকঁজমকপূর্র্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক ও সকল সদ্যদের পরিচিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রায় ছয় শতাধিক প্রবাসীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলে।
সোমবার স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টের হলরুমে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা এবিএম আসাদ উল্লাহ এর সভাপতিত্বে ও উপদেষ্টা লুৎফুর রহমান ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত ও তরিনোর সকল বাংলাদেশী প্রবাসীদেরসুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তরিনোর বৃহত্তম ঢাকা, ঢাকা জেলা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, বৃহত্তর সিলেট, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা জেলা, ময়মন্সিংহ, চট্রগ্রাম, নোয়াখালী, ভৈরব ছাড়াও তরিনোর রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
জেলা সমিতির কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা সমিতির উপদেষ্টা এসএম সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, বশিরুল হক মুক্তি, সাইমুল ইসলাম, মাহমুদুল হাসান ও সাইদুল সরকার ।
এছাড়া নবগঠিত কমিটির পক্ষে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম সোহেল মোল্লা, সিনিয়র সহ সভাপতি মিজান মিয়া, সহ সভাপতি কিবরিয়া সরকার, সজীব ইসলাম, শাহাদাত পাপন, জিওয়ান সাইফুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো রুবেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ করিম প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, কোষাধক্ষ মামুন ইমাম সহ কোষাধক্ষ সাজিদুর রহমান সোপান, প্রচার সম্পাদক আবু হানিফ জীবন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, সহ দপ্তর সম্পাদক আতাউর রহমান, শিক্ষা সম্পাদক আশিকুর রহমান, ধর্ম সম্পাদক হাফেজ শাহাদাত ও তত্ত্ব প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম।
২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী ও ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা শেষে উপস্থিত বিভিন্ন জেলার প্রবাসীরা নব গঠিত কমিটির সভাপতি সম্পাদক সহ সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুনঃ এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
পরিশেষে উপস্থিত সবাইকে জেলা সমিতির পক্ষ থেকে নৈশভোজ করানো হয় এবং ব্রাম্মনাবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha