রাজশাহীর তানোরে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনাটি ১৬ নভেম্বর শনিবার, তানোর থানায় কামারগাঁ গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র মাইনুল ইসলাম বাদি হয়ে একই গ্রামের মৃত আমির আলীর পুত্র আব্দুল লতিবসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ জানানোর কয়েকদিন পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, ফলে বাদি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদী আব্দুল লতিব ও তার পক্ষের লোকজন পূর্বশত্রুতার কারণে ১৪ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে কামারগাঁ গ্রামে বাদীর বাড়ির সামনের ইট সলিং করা সরকারি রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। ঘটনার সময় বাদি রাজশাহীতে অবস্থান করছিলেন এবং বিষয়টি তিনি লোকমুখে জানতে পারেন। পরদিন, ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে বাড়িতে এসে রাস্তায় বাঁশের বেড়া দেখে বাদি বিবাদী পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তারা বাদিকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেন।
এদিকে, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাদি তার মাঠে জমে থাকা আমণ ধান উঠাতে পারছেন না। এই অবস্থায় তার বেশির ভাগ কাটা ধান চুরি হয়ে গেছে, যা তিনি বিবাদীদের সঙ্গে সম্পর্কিত মনে করছেন।
এ ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে এবং বিভিন্নভাবে অভিযোগ ও সমালোচনা চলছে। তবে, আব্দুল লতিব এই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা
এ বিষয়ে তানোর থানার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha