মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উত্তর কর্মসূচি পালন করে সংগঠনটি।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আনুমানিক ২৫০ জন সরকারী, বেসরকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ। মানববন্ধন চলাকালীন সময়ে প্যাথলজি, ফার্মেসী ও রেডিওলোজী এন্ড ইমেজিং বিভাগ সহ অন্যান্য বিভাগ সমূহের কার্যক্রম সাময়িক স্থগিত হয়ে যায়। যার ফলে সেবা নিতে আসা সাধারণ রোগীরা ব্যাপক ভোগান্তির স্বীকার হয়।
উক্ত মানব বন্ধনে বক্তব্য পেশ করেন বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোফাজ্জেল হোসেন।
তিনি তার বক্তব্যে প্রথমে অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বর্তমান সরকার বৈষম্য নিরাসনে যে কার্যক্রম হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায় দীর্ঘ ১৬ বছর বৈষ্যমের শিকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টীবৃন্দর বৈষম্য নিরাসনে উদ্বাত্ব আহ্বান জানান।
উক্ত মানব বন্ধনে আরো বক্তব্য পেশ করেন আব্দুল হাফিজ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), গোপাল চন্দ্র রায় মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), শাহাদত হোসেন (ফার্মাসিস্ট), জহিরুল হক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), আবুল কাসেম মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজি), মোহাম্মদ আলী মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মোঃ আকতার হোসেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এবং মুশফিকুর রহিম মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রমুখ। উক্ত মানব বন্ধনে বক্তারা কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবী পূরনে বর্তমান সরকারের প্রতি উধাত্ব আহবান জানান।
দাবী সমূহঃ-
১) স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে।
২) ডিপ্লোমাধালীদের ১০ম গ্রেড প্রদান (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।
৩) গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরিজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভক্ত করতে হবে।
৪) ঢাকা আইএইচটি কে "বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি" নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।
৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট নীতিমালা প্রণয়ন করতে হবে।
৬) বি. ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha