সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
মাদক বিরোধী অভিযান চলাকালে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত গাঁজা ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম (৩০)। সে কালুখালীর রাইপুর গ্রামের ইউনুচ মন্ডলের ছেলে। সোমবার সন্ধায় কালুখালী থানার এসআই জিয়াউল হক রাইপুর গ্রাম থেকে ৫ শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান জানায়, সোমবার সন্ধায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনুল নামক এক ব্যক্তি রাইপুর গ্রামে গাঁজা বিক্রি করছে। এসময় এসআই জিয়াউল সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ বাংলাদেশ সংস্কার করবে নির্বাচিত সরকারঃ -নাজমুল হাসান
মঙ্গলবার সকালে আমিনুলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কালুখালী থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১২; তারিখ- ১৯/১১/২০২৪ ইং।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।