রবিউল ইসলাম রুবেল, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ১২ বছর পর সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চেয়ার মার্কা প্রতীকে খন্দকার নাজিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি মার্কা প্রতীকে মো. মোকাম্মেল হোসেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার নাজিরুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাতা প্রতীকে সৈয়দ শফিকুল আজম মাকুল ৩৪৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে মো. মোকাম্মেল হোসেন ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোড়ক প্রতীকে সহিদুল ইসলাম মানছুর ২৮৩ ভোট পেয়েছেন।
আরও পড়ুনঃ কুমিল্লা থেকে ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণ করেন। এসময় তিনি জানান বিকেল ৪টা পর্যন্ত মোট ৯৩৬ ভোট কাস্ট করা হয়েছে। সর্বমোট ১২৯৬ ভোটার রয়েছে। ৩টা বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ করা হয়। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সভাপতি ও সাধারণ পদে চার জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশন মো.আফজাল হোসেন । এসময় পর্যাপ্ত পরিমান নিরাপত্তা রক্ষার্থে পুলিশ, এনএসআইসহ, অন্যান্য সংস্থা নিয়জিত ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha