রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে ১২ বছর পর সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে নির্বাচন শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান দুপুর দেড়টা পর্যন্ত ৫৩৭ ভোট কাস্ট করা হয়েছে। মোট ১২৯৬ ভোট। ৩টা বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হবে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সভাপতি ও সাধারণ দুটি পদে চার জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশন মো.আফজাল হোসেন ।
ভোটার মো. জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫ বছরের প্রতিক্ষার পরে বণিক সমিতির নির্বাচনে ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগছে।
সাধারণ সম্পাদক প্রার্থী মো সহিদুল ইসলাম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পরে আনন্দ উল্লাসের মধ্যেদিয়ে ভোট চলছে। আমি বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে মডেল বাজার করে গড়ে তুলবো।
সভাপতি প্রার্থী সৈয়দ শফিকুল আজম মাকুল বলেন, সুষ্ঠু ও নিরাপদে ভোট গ্রহণ চলছে। এভাবে ভোটাররা ভোট দিতে পারলে আমি বিজয়ী হবো। আমি বিজয়ী হতে পারলে বাজারে কোন দূর্নীতি অনিয়ম থাকবে না।
সভাপতি প্রার্থী খন্দকার নাজিরুল ইসলাম বলেন, আমি নির্বাচনে জয়ী হলে বাজার ব্যবসায়ীদের সর্ব প্রকার নিরাপত্তা জোরদার করবো। সেই সাথে ওজনের পরিমাপও সঠিক রাখবো। কোন প্রকার অনিয়ম বা দূর্নীতির জায়গা হবেনা সাতৈর বাজারে। বাজারে পাবলিক টয়লেট সহ ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা রাখবো।
আরও পড়ুনঃ আমাদের যুদ্ধো এখনও শেষ হয়নাই-শহিদুল ইসলাম বাবুল
সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যাপ্ত পরিমান নিরাপত্তা রক্ষার্থে পুলিশ, এনএসআইসহ, অন্যান্য সংস্থা নিয়োগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha