ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ৩০টি ভারতীয় মালবাহী রেল ওয়াগন দর্শনা বন্দরে প্রবেশ করেছে। আজ শনিবার দুপুরে মালবাহী রেল ওয়াগানগুলো দর্শনা বন্দরে প্রবেশ করে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন সরকারের চাহিদা মোতাবেক গত কাল শনিবার ভারতীয় ৩০টি বিসি মালবাহী ওয়াগন ও একটি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বিএলএন গেদে রেলস্টেশন থেকে ছেড়ে এসে বেলা সাড়ে ১২টার দিকে ডিএসএম দর্শনা রেলবন্দরে এসে পৌঁছেছে।
আরও পড়ুনঃ নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ভারত থেকে আসা বিসি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সেই মোতাবেক ওয়াগনগুলো পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha