বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছে দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, শামীম হক, ঝরনা হাসান, আইভি মাসুদ প্রমূখ।
এ সময় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা এছাড়া আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদশের জন্ম হতো না। তাই জাতির জনক এর স্বপ্ন বাস্তবায়নের জন্য সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫