কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার থেকে ক্যাশ বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হাসপাতালের হিসাব সহকারী কামাল হোসেনের বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের গেট ভেতর থেকে বন্ধ করে তিনজন ব্যক্তি—নবদ্বীপ ঢালী, প্রিয়ব্রত দে ও একজন অপরিচিত ব্যক্তি—বহির্বিভাগের টিকিট বিক্রি করছিলেন। তারা সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ১,৫৩১টি টিকিট বিক্রি করেন, যার মূল্য দাঁড়ায় ১৫,৩১০ টাকা (প্রতি টিকিট ১০ টাকা হারে)।
এ সময়, হাসপাতালের হিসাব সহকারী কামাল হোসেন টিকিট কাউন্টারে প্রবেশ করে নবদ্বীপ ঢালী ও প্রিয়ব্রত দে'র কাছে ২ হাজার টাকা দাবি করেন। তবে টিকিট কাউন্টার ব্যবস্থাপনা দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সরকারি ক্যাশের হিসাব থেকে ১ টাকাও দিতে পারবেন না। এর পর তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে কামাল হোসেন ক্যাশ বাক্সটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যান।
বিষয়টি জানাজানি হলে নবদ্বীপ ঢালী তাৎক্ষণিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. হারুন অর রশিদকে বিষয়টি অবহিত করেন। তত্ত্বাবধায়ক হাসপাতালের হিসাব সহকারীকে তার কক্ষে ডেকে ক্যাশ বাক্সটি গোনেন। সাধারণত একটি ক্যাশ বাক্সে ৬,৪৬০ টাকা থাকার কথা থাকলেও, সেখানে ৫,৯৫০ টাকা পাওয়া যায়। বাকি ৫১০ টাকা নিজের পকেট থেকে দিয়ে হিসাব ঠিক করেন তত্ত্বাবধায়ক।
এ বিষয়ে হিসাব সহকারী কামাল হোসেন বলেছেন, "কাউন্টার থেকে ক্যাশ বক্স ছিনতাই করেছি কি না, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। যে যাকে প্রশ্ন করবে, সে তার কাছে উত্তর দিয়েছে।"
হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. হারুন অর রশিদ বলেন, "ক্যাশ বক্স ছিনতাইয়ের ঘটনা সত্য, তবে কামাল হোসেন ৫১০ টাকা নিজের পকেট থেকে দিয়ে হিসাব মিটিয়েছেন। তিনি মাদকাসক্ত, যার কারণে এমন ঘটনা ঘটেছে। পরিবারের পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি।"
আরও পড়ুনঃ তানোরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন
এই ঘটনা নিয়ে হাসপাতালের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হলেও, প্রশাসনিক পক্ষ থেকে এখনও কোনো তীব্র ব্যবস্থা নেয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha