সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
মুক্তিকামী কৃষক শ্রমিকের অশ্রুজলে সিক্ত হয়ে শুক্রবার রাতে পরপারে পাড়ি জমালেন প্রিয় নেতা নেপাল সরদার (৭২)। শুক্রবার রাতে ফরিদপুরে তার মৃত্যু হয় । শনিবার দাফন সম্পন্ন হয় রাজবাড়ী জেলা সদরের বিলনুরুদ্দিনপুর গ্রামে। মৃত্যুকালে নেপাল সরদার স্ত্রী, ১ পুত্র, ৩ কণ্যা সহ অসংখ্যা কৃষক শ্রমিক ভক্ত রেখে গেছেন।
নেপাল সরদার ছিলো কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের আঞ্চলিক কমান্ডার। শোষিত মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের জন্য কিছুই করেনি কমান্ডার। তার লক্ষ্য ছিলো একটাই, তাহলো কৃষক শ্রমিকের মুক্তি । এই আন্দোলনে সহযাত্রী হয়ে বাড়ী ঘর, পুত্র কন্যা সব হারিয়েছে। কাটিয়েছে ৩০ বছরের ফেরারী জীবন। তারপরও থেমে থাকেনি এই অদম্য মুক্তিকামী শ্রমিক নেতা ।
শনিবার সকালে রাজবাড়ী জেলা সদরের বিলনুরুদ্দিনপুর গ্রামে জানাজার পূর্বে নেপাল সরদারের স্মৃতিচারন করতে গিয়ে পুত্র মনোয়ার সরদার হাওমাও করে কেঁদে কেঁদে বলেন, মেহনতী মানুষের মুক্তির আন্দোলনে থাকায় ৩০ বছর বাবাকে দেখিনা। বাবার আদর ,ভালোবাসা পাইনা। তারপরও কষ্ট হয় না,যখন শুনি আমার বাবা মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে।
স্মৃতিচারন অনুষ্ঠানে খানগঞ্জ ইউনিয়নপরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক এড. নিকবর হোসেন মনি, মদাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ হালিম সরদার, সমাজ সেবক আনোয়ার সরদার, খানগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদল নেতা ফিরোজ আহমেদ মোল্লা টিটো, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ওসমান উদ্দিন শেখ, সাবেক সদস্য সানোয়ার হোসেন, জেলা ইসলাম প্রচার কমিটির সাধারন সম্পাদক আকাইদ হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
শনিবার সকালে বিলনুরুদ্দিনপুর গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নেপাল সরদারের দাফন সম্পন্ন করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha