আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জিয়া পরিষদের আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচন শেষে মোনাজাত করা হয়।
শনিবার (১৬ নভেম্বর), শাহদৌলা সরকারি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ এর বাঘা উপজেলা কমিটির সভাপতি বাবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল গনি।
আলোচনা সভায় বক্তরা বলেন, ৭ নভেম্বর, জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এইদিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে জাতি এই দিবসটি পালন করে আসছে, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণ এবং সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে।
রাজনীতি বিশ্লেষকদের মতে, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এইদিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।
সহকারি অধ্যাপক সামরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-প্রভাষক আয়েব উদ্দীন, সহকারি অধ্যাপক আকবর আলী, প্রভাষক নবাব আলী, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শামসুজ্জামান খান (ছানা), গনি কলেজের আহ্বায়ক শাহিনুর রহমান বিপ্লব, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জাহাঙ্গীর হোসেন, প্রভাষক টিপু সুলতান, সহকারি অধ্যাপক তাহামিদুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক জোবাইদা খাতুন, প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, সহকারি অধ্যাপক আবু সাইদ মোঃ সালা উদ্দীনম প্রভাষক তোফাজ্জল হোসেন বুলবুল, প্রভাষক তাহের উদ্দীনসহ জিয়া পরিষদের সংশ্লিষ্ট সদস্যগন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫