ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অনিয়মের নানা তথ্য গণমাধ্যমে এসেছে বেশ কয়েকদিন ধরে। এবার অভিযোগ উঠেছে একই জেলার মধুখালী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে।
মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ নাজমুল হোসেনকে করা হয়েছে মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমন অভিযোগ উঠেছে।
গত ১২ জুন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও ফাহিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে রবিন মোল্যা ও ইনজামামুল আলম অনিককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে মোঃ নাজমুল হোসেনকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেওয়া হয়।
তবে মধুখালী উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রবিন মোল্যা বলেন, নাজমুল দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করে আসছে। সেই হিসেবেই নাজমুল পদ পেয়েছে। নাজমুল ছাত্রদল করতো বিষয়টি আমাদেরকেও অনেকেই জানিয়েছে, তবে খোঁজ নিয়ে এর কোনো সত্যতা পাইনি।
মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক বলেন, তিন মাস আগে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগের সকল কমিটি বাতিল হয়ে গেছে। তবে গত ২০১৮ সালের উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নাজমুল হোসেন যুগ্ম আহবায়ক ছিল ।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন, নাজমুল হোসেন ছাত্রদলের রাজনীতি করতো বিষয়টি জানা নেই। তবে নাজমুল দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের মিছিল মিটিংয়ে তাকে দেখেছি।
এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, স্থানীয় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেই নাজমুল হোসেনকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে। নাজমুল দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার সুপারিশেই তাকে পদ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, নাজমুল হোসেন ছাত্রদল করতো এমন অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অনেকেই সুযোগ বুঝে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে আমরা সেটাকে প্রতিরোধ করবো।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সাত্তার শেখ বলেন, নাজমুল হোসেনের বাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যয়ন পত্র পেয়েই নাজমুলকে ছাত্রলীগের পদ দিতে আমি সুপারিশ করেছি।
এদিকে মোঃ নাজমুল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনও ছাত্রদলের রাজনীতি করিনি। আমার পরিবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। পারিবারিক কারনেই ছোটবেলা থেকেই আমিও ছাত্রলীগের রাজনীতি করে আসছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha