মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে
ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় কোরকদী রাস বিহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু।
সমাজসেবক সোহাগের সভাপতিত্বে এবং ছাত্রনেতা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, পৌর কৃষকদলের আহ্বায়ক নুরনবী মিয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম খান, সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, পৌর কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, যুবনেতা পারভেজ, এবং বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদ হোসেনসহ আরও অনেকে।
এদিন প্রথম খেলাটি শ্রীপুর উপজেলার নোহাটা একাদশ এবং গোয়ালন্দ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার পর নির্ধারিত সময় শেষে গোল সমতায় থাকার কারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ২-০ ব্যবধানে গোয়ালন্দ একাদশ বিজয়ী হয়।
এই টুর্নামেন্টটি কোরকদী যুব সমাজের উদ্যোগে এলাকার তরুণদের মধ্যে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha