মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ককটেলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এরমধ্যে একজন যুবলীগ নেতা ও আরেকজন যুবদল নেতা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত দুটা থেকে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি এয়ারগান, ১৩৭ রাউন্ড গুলি, নয়টি ককটেল, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ, পাঁচটি হাঁসুয়াসহ বেশ কয়েকটি ধারালো ছুরি।
আটকরা হলেন- দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস (২৪), নজরুল করিম বিশ্বাসের ছেলে ও পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস (৩৫) এবং সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫)।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম অভিযান চালায়।
অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha