আজকের তারিখ : জানুয়ারী ২০, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৫, ২০২৪, ১:২১ পি.এম
ফরিদপুরে শীত আসতে না আসতেই শুরু হয়েছে ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
শীত আসতে না আসতেই শুরু হয়েছে ফরিদপুরের বিভিন্ন বাজার ও ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি।
মাত্র ৫০ থেকে ১০০ টাকার মধ্যে একটি জ্যাকেট, টি শার্ট, কিম্বা সোয়েটার কেনার জন্য অনেকে আগ্রহী পুরাতন শীতবস্ত্র সংগ্রহ করতে ।
আজ শুক্রবার শহরের বলাকা সুপার মার্কেটের সামনে গিয়ে পুরাতন কাপড় চোপড় বিক্রি করতে দেখা যায়।
এ ব্যাপারে দোকানদার কাশেম জানান শীত উপলক্ষে তাদের কাছে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের জ্যাকেট টি-শার্ট সোয়েটার পাওয়া যায়। তার মতে মাত্র ৫০ থেকে১০০ টাকার মধ্যে আমাদের এখানে যে সমস্ত শীতবস্ত্র পাওয়া যায় দোকানে সেগুলি পাবেন না।
যাতে সব ধরনের লোক এখান থেকে শীতবস্ত্র কিনতে পারে সেজন্য তার এ আয়োজন। এদিকে অল্প পয়সার মধ্যে মোটামুটি ভালো একটা জিনিস কিনতে পেরে ক্রেতারা উচ্ছ্বাসিত। তাদের মতে দোকানে গিয়ে আমাদের অনেকের পক্ষেই
১০০০ /২০০০টাকার মধ্যে এই মুহূর্তে শীতবস্ত্র কেনা অসম্ভব ।
আর তাই ৫০ থেকে ১০০ টাকার মধ্যে জ্যাকেট সোয়েটার ইত্যাদি কিনছেন তারা। এদিকে বেশ কয়েকজন ফুটপাতের দোকানী জানান আগামী সপ্তাহে মহিলা এবং শিশুদের জন্য কম দামের মধ্যে ম ভালো কিছু মানসম্মত শীত বস্ত্র আনবেন তারা।
এবং সাধারণ লোক যাতে সেই সমস্ত শীতের পোশাক কিনতে পারে সেদিকে ও লক্ষ্য রাখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha