আখ চাষী ও চিনি কলের শ্রমিকদের বকেয়া আদায় ও ৫ দফার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার সময় ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালন করে কয়েক হাজার চাষী ও শ্রমিকরা।
কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর চিনি কলের চাষী ও শ্রমিকরা এই কর্মসূচির আয়োজন করেন।
ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা,আখ উৎপাদনের স্বার্থে সার,বীজ,কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবি রয়েছে আন্দোলন কারিদের।
ফরিদপুর আখচাসী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসমান গনি মোল্লা, সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, কাজল বসু, মির্জা আহসানুজ্জামান আজাউল, রেজাউল হক বকু, শহিদুল ইসলাম প্রমুখ।
ফরিদপুর সুগার মিলস সূত্রে জানা যায়, ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া ৭ কোটি, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি বকেয়া ২৫ কোটি, মুজুরি কমিশনের বকেয়া ৪ কোটি এবং আখের মূল্য বকেয়া ১ কোটি ৩০ লক্ষ টাকা।
এ বিষয়ে ‘ফরিদপুর চিনিকলে’ ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির জানান, এই বকেয়ার বিষয়ে আমরা অধিদপ্তরের জানিয়েছি, সেখান থেকে টাকা ছাড় পেলে পরিশোধ করা হবে।
তিনি আরো জানান, ফরিদপুর চিনি কলে বর্তমানে ২ হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। যার মূল্য ১২ কোটির বেশি হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha