আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২৪, ৭:৪৭ পি.এম
নবেসুমি’তে আখ মাড়াই উদ্বোধন হচ্ছে আগামীকাল
![]()
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ৯২ তম আখ মাড়াই (২০২৪-২০২৫ মৌসুম) শুরু হচ্ছে আগামীকাল। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ৯২ তম আখ মাড়াইয়ের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মিলের 'কেইন কেরিয়ার' প্রাঙ্গণে শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩:৩০ টায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
মিল সূত্র জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।
চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হতে ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha