আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২৪, ৭:২৯ পি.এম
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ইবনে হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠুন মৈত্র, নড়াইল জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ মাহবুব আহমাদ, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, কলেজ শিক্ষক আব্দুল আলিমসহ ব্লাড ব্যাংকের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha