মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। “ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুর ডায়াবেটিক সমিতি উক্ত দিবস পালন করে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা উক্ত রোড শো অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।
রোড শো কে প্রানবন্ত করতে জেলা পুলিশের ব্যান্ড দল বাদ্য পরিবেশন করে, এতে অংশগ্রহন করেন মোঃ সালাহউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ডাঃ সাজেদা বেগম, সিভিল সার্জন, ফরিদপুর, এ.এস.এম আলী আহসান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আহবায়ক মীর নাসির হোসেন, সদস্য সচিব প্রফেসর শেখ আবদুস সামাদ, প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা শহিদুল হাসান
অধ্যাপক রবীন্দ্র নাথ সাহা, চিত্ত রঞ্জন ঘোষ, প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া, ডাঃ মোঃ মোসলেম উদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।
উপস্থিত ছিলেন রোড শো শেষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলায় হলরুমে ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডাঃ এ.এফ.এম কামাল এর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে গীতা পাঠ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহবায়ক মীর নাসির হোসেন। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাহউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, ডাঃ সাজেদা বেগম, সিভিল সার্জন, ফরিদপুর, জনাব এ.এস.এম আলী আহসান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ফরিদপুর।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও আলোচনায় অংশ গ্রহন করেন মোঃ শহিদুল হাসান, সদস্য সচিব প্রফেসর শেখ আবদুস সামাদ, প্রফেসর এম.এ সামাদ, প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিঞা, প্রফেসর আব্দুল হামিদ মোল্যা, সাংবাদিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক রবীন্দ্র নাথ সাহা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চিত্ত রঞ্জন ঘোষ, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, ডায়াবেটিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: মো: মনোয়ার হোসেন সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী গন ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ। দিবসটি উদযাপন উপলক্ষে হাসপাতালের আউটডোরে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস রোগ সনাক্ত পরীক্ষা করা হয় এবং জনগনকে সচেতন করতে পোষ্টার লাগানো, লিফলেট বিতরন, মাইকিং ইত্যাদি করা হয়।