আজকের তারিখ : জানুয়ারী ২১, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২৪, ১২:৪৩ পি.এম
ফরিদপুরে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে আইডি ইবির ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি সামচুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকাশ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ অধ্যাপক মোঃ
আখতারু জ্জামান, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হোসেন মৃধা, কে এম আমিনুল ইসলাম, ২০২৩ ২০২৫ এর আইডিইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, ফরিদপুর মহানগর ডি ই বি এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ আদনান হোসেন অনু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ খাইরুল ইসলাম।
সভায় বক্তারা আইডিইবি বিগত দিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন ১৯৭০ সালে আইডিইবি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলছে। বর্তমান এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লক্ষ।
এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য কাজ করুক। সর্বস্তরের জনগণের জন্য কাজ করুক এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারদের স্বার্থে কাজ করুক ।
আগামী দিনে এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধার জন্য বিগত দিনে এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।
বক্তারা বলেন এই সংগঠন আরো বেশি শক্তিশালী করতে হবে। সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ৫০ শতাংশ পদোন্নতি হয়নি। আন্দোলনের সংগ্রাম ছাড়া আমাদের দাবি পূরণ করা সম্ভব নয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এরপর বেলুন ও পায়রা গুলিয়ে একটি রেলি শহর প্রদক্ষিণ করে এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উক্ত রেলিতে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha