আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৩, ২০২৪, ৯:৪১ পি.এম
মানবতার ফেরিওয়ালার চিরবিদায়ঃ এলাকা জুড়ে শোকের ছায়া

আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
অশ্রুসিক্ত নয়নে উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবী সজিব মিয়াকে শেষ বিদায় জানালেন এলাকাবাসী। ফরিদপুরের মধুখালী উপজেলার "স্বপ্নের শহর মধুখালী" স্বেচ্ছাসেবী সংগঠন-এর সাধারণ সম্পাদক, মানবিক হৃদয়ের অধিকারী, একজন নিয়মিত রক্তযোদ্ধা মোঃ সজিব মিয়ার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ই নভেম্বর) দুপুর দুইটাই আখচাষী মহিলা ডিগ্রী কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের শত শত মুসল্লী উপস্থিত ছিলেন। পরবর্তীতে মধুখালী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ২৪ বছর।
এর আগে ১৩ই নভেম্বর বুধবার দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দুই বছর বয়সী একটি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। মৃত্যু পূর্বে তিনি স্ত্রী-সন্তান, পিতা-মাতা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার কর্মজীবনে অসংখ্য মানুষকে দ্রুত সময়ের মধ্যে রক্তের ব্যবস্থা করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। তার মৃত্যুতে পুরো পরিবার, বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha