নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তাজিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, সদরপুর থানা পুলিশ, সদরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা।
অভিযান কলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকান করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২০০৯ এর ৮৯(২) ধারায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫