সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ফরিদপুরের তিন পৌর শহরের কঠোর বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিন চলছে।
করোনার প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা পৌর শহর এলাকায় সাত দিনের এই বিধি নিষেধ জারি করে জেলা প্রশাসন।
এদিকে গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড আইসিইউয়ে আরো পাঁচ ব্যক্তির প্রাণ হানির ঘটনা ঘটেছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৬৮টি নমূনা পরীক্ষার মধ্যে ১২৯টি করোনা পজেটিভ হয়েছে, আর মারা গেছেন আরো পাঁচ ব্যক্তি। মারা যাওয়ারা হলো, জহির (৪৫) রাজবাড়ী, রেশমা (৩৫) ফরিদপুর, আব্দুর রাজ্জাক (৮০) গোপালগঞ্জ, সিরাজুল ইসলাম (১০০) ফরিদপুর এবং মমতাজ বেগম (৬৫) ।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এ বিষয়ে বলেন, করোনার এই দূর্যোগের সময়ে জেলাবাসির জীবন রক্ষায় প্রয়োজনের আরো কঠোর বিধি নিষেধ আরোপ করা হবে। আমরা এই জন্য সকরের কাছে সহযোগিতা চাই, সকলের প্রতি অনুরোধ স্বাস্থ্য বিধি মেনে অতি গুরুত্বপূর্ন কাজে অংশ নেওয়ার।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫