আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে আগাম জাতের ধান কাটাই ও মাড়াই শুরু হয়েছে। কার্তিকের মাঝামাঝিতে এই ধান ঘরে তুলতে পারায় এই ধান চাষ এই অঞ্চলে দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে।আগাম জাতের এই ধান কাটার পর একই জমিতে আলু,পিয়াজ,সরিষা সহ অন্যান্য ফসল ফলিয়েও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।
কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইনের সাথে।তিনি জানান,আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।এবার আমন মৌসুমে পার্বতীপুরে ২৮৮৮২ হেক্টর জমিতে আগাম জাতের এই ধান রোপন করা হয়েছে।ইতিমধ্যে আগাম রোপা আমন জাতের ব্রি-৮৭,১৭ ও হাইব্রিড জাতের ধান কর্তন শুরু হয়েছে।ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha