ফরিদপুরের চরভদ্রাসনে ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২নভেম্বর) চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়। সমাজে প্রতিবন্ধীতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত।
মেলায় উপজেলার ৫৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ১৯ টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন। স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মুহাম্মদ জামাল উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: মহীউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গাফফার, ইউআরসি ইন্সট্রাকটর শাহ মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান। অনুষ্ঠানে বক্তারা একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, সবাই মিলে শিখি প্রকল্পের মূল লক্ষ্য হল বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা। প্রকল্পটি দেশের ১৬টি উপজেলার ১ হাজার ৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার শিক্ষক ও আড়াই লক্ষ শিক্ষার্থীর সাথে সরাসরি কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha