ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার, বেলা ১১ টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে ফরিদপুর সদর উপজেলার ভাঙ্গা রাস্তার মোড় ও চকবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬,৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তুল্লাহ বাজারে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা জরিমানা করেন।
এভাবে, টাস্কফোর্সের অভিযানে সর্বমোট ৫ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৯,৫০০ টাকা জরিমানা করা হয়। আলু খুচরা পর্যায়ে ৭০ টাকা দরে বিক্রি হলেও, অভিযানের কারণে প্রতি কেজি আলুর দাম ৬৬ টাকা নির্ধারণ করা হয়, যার ফলে কেজি প্রতি ৪ টাকা কমেছে।
অভিযানে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ব্যাটালিয়ন আনসারের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha