মঙ্গলবার বিকেলে (১২ নভেম্বর, ২০২৪) ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) দ্বারা ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের একটি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়। নজরুল মা কালীকে নিয়ে শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যাকে শ্যামা সঙ্গীত বলা হয়।
অনুষ্ঠানে নজরুলের শ্যামা সঙ্গীতের নির্বাচিত শিল্পকর্ম পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সি, মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা তাঁর ভাষণে বলেছিলেন যে কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের উভয়ের মধ্যে ঘনিষ্ঠ মানুষে মানুষে এবং সাংস্কৃতিক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম দেয়। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha