চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ৪ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামের আমবাগান লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ সন্ধ্যায় দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
তবে এখন পর্যন্ত অজ্ঞাত লাশটি পরিচয় কেউ শনাক্ত করতে পারিনি।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আজিম আহমেদ জানান, উপজেলা পারবর্তী ইউনিয়েন দীঘা পশ্চিমপাড়ার এক আম বাগানে ৬০/৬৫ বছরের এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ সন্ধ্যার ৭টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও পরিচয় পাওয়া যায় নি। পরিচয় জানার চেষ্টা অব্যহত আছে।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111