ফরিদপুরের নগরকান্দায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচার করার সময় জনতার হাতে আটক হয়েছে ৩৩ বস্তা চাল। উপজেলার তালমা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগম রাতের আঁধারে চাল পাচার করছিল। এসময় দুইটি ভ্যান গাড়িতে প্রতি বস্তা ৩০ কেজি ওজনের মোট ৩৩ বস্তা চাল আটক করেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালমা ইউনিয়নের কোনাগ্রাম এলাকায়।
স্থানীয়রা জানান, তালমা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার রাফেজা বেগম প্রশাসনকে ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি করে আসছিল। সোমবার রাতে দুইটি ভ্যানগাড়িতে ৩৩ বস্তা সরকারি চাল নিয়ে গোপনে বিক্রি করতে যাচ্ছিলেন ডিলার রাফেজা বেগম। এসময় সন্দেহ হলে ভ্যানসহ চাল আটক করেন স্থানীয় জনতা। এ সময় রাফেজা বেগম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলে, সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এবং নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। স্থানীয় জনতা আটক ৩৩ বস্তা চাল প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, সেখান থেকে চাল উদ্ধার করা হয়েছে। ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসুচির চাল গোপনে বিক্রি করার যে অভিযোগ পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha