আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১২, ২০২৪, ১:৪৬ পি.এম
শিবপুরের সাবেক স্বতন্ত্র এমপি সিরাজ মোল্লা গ্রেফতার

গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যার পর রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদীর শিবপুরের সাবেক স্বতন্ত্র এমপি এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, যিনি ডলার সিরাজ নামেও পরিচিত, তাকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে সেনাবাহিনী আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জে দুটি মামলা রয়েছে। আমরা তাকে থানায় রেখেছি। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে, তারা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আসবে এবং তাকে তাদের হেফাজতে নেবে।’’
সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মোল্লা, বা ডলার সিরাজ, নরসিংদীর পিপলস ইউনিভার্সিটির একটি বিশেষ সভায় অংশগ্রহণ করতে আসেন। সভাকে কেন্দ্র করে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
বর্তমানে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha