আজকের তারিখ : নভেম্বর ১৭, ২০২৪, ১:১৪ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২৪, ১০:৩৩ পি.এম
কুষ্টিয়ায় হত্যা মামলায় প্রধান আসামী গ্রেফতার
কুষ্টিয়ার মিরপুরে চর দখলকে কেন্দ্র করে তৌহিদুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামী ইদ্রিস সরাদার (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন
র্যাব ১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার খন্দকার গোলাম মর্তুজা।
গ্রেফতারকৃত ইদ্রিস সরদার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।
র্যাব ১২ জানায়, রোববার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখল কে কেন্দ্র করে আগ্নেয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় তৌহিদুল সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় সোমবার সকালে মিরপুর থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ০৭।
এদিকে এই হত্যার ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করলে রোববার সন্ধ্যা ছয়টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রাম থেকে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি ইদ্রিস সরদারকে আটক করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে মিরপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয় বলে জানিয়েছে র্যাব ১২।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha