আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:৩৮ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২৪, ৭:৩৯ পি.এম
মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি’র উদ্বোধন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমের উদ্বোধন করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলার সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, শিল্প কলার বিস্তার আলোকপাত করতে গিয়ে বলেন, শিল্প কলার সাথে মাটি ও প্রাণের টান অবিচ্ছেদ্য ভাবে মিশে আছে। যা দেশের মানুষের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা লালন করার জন্য প্রান্তিক পর্যায়ে বিভিন্ন অনুশীলন করে শিল্পকলা একাডেমি। এটি একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যা প্রত্যেক এলাকায় থাকা উচিত।
স্থানীয় শিল্পকলা গঠন নিয়ে তিনি বলেন, আগামী প্রজন্ম গড়ে তুলবে শিল্পকলা। সমস্ত ভেদাভেদ ভুলে মাটির গান শোনাতে চাই, এই দেশকে উন্নয়নের মহা সোপানে নিতে চাই। আগামী ১৬ ডিসেম্বর জাতীয় প্রোগ্রাম রয়েছে। জাতিয় প্রোগ্রামে মুন্সিয়ানা প্রদর্শন করতে পারবে ও মেধার স্বাক্ষর রাখতে পারবে এমনটাই প্রত্যাশা করে শিল্প কলার উত্তরোত্তর সমৃদ্ধ ও সাফল্য কামনা করেন তিনি ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলার সদস্য ও বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, উপজেলা শিল্পকলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা শিল্পকলার সদস্য ও সাংবাদিক সোহরাব উন নুর ছিরু মিয়াসহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha