আজকের তারিখ : জুলাই ২৩, ২০২৫, ৮:২০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২৪, ১:৪৯ পি.এম
ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে ম্যাটসের শিক্ষার্থীরা

ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে ম্যাটসের শিক্ষার্থীরা । আজ সোমবার বেলা ১১:৩০ টার দিকে উক্ত কর্মসূচি পালন করে তারা।
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে ম্যাটসের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ চৌদ্দতম দিন ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রথম বর্ষের শিক্ষার্থী শাকিব, শাহরিয়ার, রুবায়েত, রাকিব, আতিকা, আয়েশা,টুম্পা, প্রিন্স ইসলাম, রহমাতুল্লাহ, শাফি, মাখমুদ, তাচনিম, মারুফ, তালহা রহমান, শাফি উদ্দিন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুই, খাদিজা, শেখ নাঈম অবরার, প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স ক্যারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার দাবি জানান।
তারা আরও বলেন, আমরা চৌদ্দ দিন ধরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি।
আজ আমরা অনির্দিষ্ট কালের জন্য একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। আমরা দাবি আদায় না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha