সোমবার (২১ জুন) রাত ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) বেলা ১০টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১১৯ জন রোগী শনাক্ত হয়েছে।
গতকাল সোমবার (২১ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় জেলায় ৩২৩টি নমুনা পরীক্ষা করে ১১৯ জন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ।
নতুন রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৩৯ জন, কুমারখালী উপজেলায় ২৫ জন, মিরপুর উপজেলায় ২০ জন, দৌলতপুরে ১৪ জন, খোকসা উপজেলায় ১২ জন ও ভেড়ামারা উপজেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১০ দিনে জেলায় ১০৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। এ হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যা সংখ্যা ১০০ হলেও বর্তমানে ভর্তি আছে ১৪৭ জন রোগী।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, জেলায় করোনা রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে মারাত্মক চিকিৎসা সংকট তৈরি হতে পারে। এ কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কেবলমাত্র করোনা রোগী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha