কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহিরচর ইউনিয়নের ভেড়ামারা হাসপাতাল রোডের পার্শ্বে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অবৈধভাবে দোকান ঘর নির্মাণকাজ চললেও এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কোন মাথা ব্যথা ছিল না। পরবর্তীতে স্থানীয় জনগণ সোচ্চার হলে দোকান ঘর নির্মানে বাধা প্রদান করলেও অভিযুক্তরা জোরপূর্বকভাবে দোকানঘর নির্মান করছে।
এতে ক্ষোভ প্রকাশ করে সিরাজুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দোকান ঘর নির্মাণ করার খবর পেয়ে তা বন্ধের নির্দেশ দেন। কিন্তু কিছু অসাধু স্থানীয় ব্যাক্তিবর্গের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তুলছেন।
মন্টু নামে একজন বলেন, কতিপয় ব্যক্তিরা জায়গা দখল করে বিক্রি করেছেন নদী ভাঙন এলাকার এবং দরিদ্র মানুষের কাছে।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাদশা মন্ডল পানি উন্নয়ন বোর্ডের অনুমতি পত্র আমাদের কে দেখাতে পারেননি।
এ বিষয়ে ভেড়ামারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, জায়গা দখল করে দোকান নির্মানের বিষয়টি শুনে কাজ বন্ধ করে দেওয়া ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন মহোদয়কে অবহিত করা হয়েছ। তারা দ্রুত ব্যাবস্তা নেবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha