আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৯:৪১ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১০, ২০২৪, ৫:৩২ পি.এম
কালুখালী থানা পুলিশের তদন্তে গলিত লাশের পরিচয় মিলেছেঃ জড়িত আসামী গ্রেফতার
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অনুসন্ধানী তদন্তে চাঞ্চল্যকর নারী হত্যার রহস্য উন্মোচন হয়েছে। মিলেছে লাশের পরিচয়। গ্রেফতারও হয়েছে ঘটনায় জড়িত ২ আসামী। কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সনাক্ত করেছেন নিহত নারীর নাম তাছলিমা(৩০)। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামের দুদু তালুকদারের মেয়ে। হত্যায় জড়িতরা হলো পাংশার মাদুলিয়া গ্রামের আব্দুল জব্বার এর ছেলে মনছের মন্ডল(৩৮) ও পাংশার গোলাবাড়ী বনগ্রামের হাসেম মিয়ার ছেলে আমীন মিয়া (৩৬)।
গত ১৯ অক্টোবর রাজবাড়ীর পাংশা ওই প্রতারক চক্র তাছলিমাকে প্রেমের ফাঁদে ফেলে নিজ এলাকায় নিয়ে আসে।২০ অক্টোবর রাতে তাকে পালাক্রম ধর্ষনের পর হত্যা করে। রাতেই তারা লাশটি কালুখালীর মোহনপুর গ্রামের ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
ঘটনার ৬ দিন পর কালুখালী থানার অফিসার ইনচার্জ মো : জাহেদুর রহমান জানতে পারেন কালুখালীর মোহনপুর এলাকার ধান ক্ষেতে অজ্ঞাত পরিচিত এক নারীর মরদেহ পরে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। এব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়। মামলা নং ৫। তাং ২৫/১০/২০২৪ ইং। মামলাটি তদন্তভার পান এসআই রিপন।
লাশের কোন সনাক্তকারী না পেয়ে অন্ধকারেই যাত্রা শুরু করেন এসআই রিপন। এজন্য তিনি জেলা পুলিশ সুপার,গোয়েন্দা পুলিশ, পাংশা ও কালুখালী থানার অফিসার ইনচার্জ এর সহযোগীতা নেন। সকলের সহযোগীতায় দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন করেন এসআই রিপন। তিনি শনিবার রাতে পৃথক ২ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২ আসামী গ্রেফতার করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন ঘটনার আসল রহস্য। আসামীদের রবিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha