আজকের তারিখ : জুলাই ২৩, ২০২৫, ৭:১৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১০, ২০২৪, ১:৩১ পি.এম
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে ফরিদপুরে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মসূচি পালিত

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতি হতে ফরিদপুরে বিএনপিও তার অঙ্গ সংগঠনের কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে আজ বেলা ১২:৩০ টায় ফরিদপুর ছাত্রদল, মহানগর যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করে। এরপর বেলা পৌনে একটার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলিপুর মোড়ে অবস্থান নেয়।
এ সময় তারা আওয়ামী লীগের আজকের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করে । এ সময় তারা গত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তারা বলেন কোন কিছুতেই আওয়ামী লীগের এ কর্মসূচি সফল হতে দিবেন না।
এরপর ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর নেতৃত্বে একটা মিছিল শহরে প্রদক্ষিণ করে ।
মিছিলে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করা হয়। এ সময় ফরিদপুর জেলা ছাত্রদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha