মাগুরাতে জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন কে ০৯/১১/২৪ তারিখে রাতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করেছে। জানা যায় সিদ্দিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অভিযোগ বক্সে মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেনের বিরুদ্ধে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বাক্স থেকে টাকা ও মালামাল লুট, বিভিন্ন হুমকি, ভীতি প্রদর্শন, খুনের উদ্যোগ, চাঁদাদাবী,উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেন।
এই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী ও যৌথ বাহিবীর সহায়তায় শনিবার ৯ নভেম্বর রাতে মোঃ কায়জার হোসেন কে গ্রেফতার করে যৌথবাহিনী। শনিবার দুপুরে শালিখা থানা থেকে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।পরবর্তী তে সিদ্দিকুর রহমান বাদী হয়ে শালিখা থানায় ০৯/১১/২০২৪ তারিখে পেনাল কোড ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ ধারা উল্লেখ করে ১.মোঃ মোজাফফর হোসেন টুকু (৬৮) ২.মোঃ কায়জার হোসেন (৪৫) ও ৩.মুস্তাক হোসেন (৪৮) তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/৯ জন কে আসামি করে এজাহার দায়ের করেন । যাহা শালিখা থানা নিয়মিত মামলা হিসাবে রুজু করেন। যাহার মামলা নং ০৫।
জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন গ্রামের বাড়ি শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বুনাগাতি এলাকায়। সে সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর পুত্র। কায়জার হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী কামাল এর মদদপুষ্ট।
এদিকে মামলার বাদী সিদ্দিকুর রহমান বিএনপি সিনিয়ার নেতা নিতাই রায় চৌধুরী গ্রুপে রাজনীতি করেন বলে জানা যায় এবং তিনি বুনাগাতি ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি। এবিষয়ে জানতে চাইলে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর সহায়তায় কায়জার হোসেন কে বাড়ি থেকে রাতে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha