আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৮, ২০২৪, ১২:৪৭ পি.এম
ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ এর চার ভাতিজার নামে মামলা দেয়া হয়। মামলায় পাট ব্যবসায়ী দিপু ঘোষ জেলহাজতে, বাকি তিনজন পলাতক অবস্থায় রয়েছে। আর এই সুযোগে বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে যায় চোর। এসময় চোর ঘরে থাকা নগদ টাকা-পয়সা, সোনা, ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে যায়।
এ সময় বাড়িতে তার বড় ভাতিজা দীপু ঘোষের স্ত্রী করুণা ঘোষ ছেলেমেয়ে নিয়ে অন্য একটি ঘরে ছিল। সকালে ঘর খুলতে গিয়ে ওই ঘর গুলোতে গিয়ে দেখে কোন কিছুই নেই।
এ বিষয়ে করুণা ঘোষ জানান, আমার স্বামী সহ তিন দেবরের নামে এলাকার একটি গ্রুপ জমিজমা বিরোধের জের ধরে ঢাকার একটি হত্যা মামলায় নাম জড়িয়ে দিয়েছে। আমার স্বামী সহ তিন দেবর রাজনীতির সাথে জড়িত না থাকলেও সেই মামলায় তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বাড়ির সকলে পলাতক। বেশ কিছুদিন যাবত ধরে আমাদের বাড়িতে বিভিন্ন সময় লুটপাটের চেষ্টা করা হচ্ছে।
এরই মাঝে গতরাতে কোন একটি সময় বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণসহ সবকিছু নিয়ে যায়। তবে সবচাইতে অবাক করা বিষয় এ ঘটনায় বাড়ির ব্যবহৃত সকল জামা কাপড় নিয়ে গেছে। চোরেরা পুরাতন জামা কাপড় নিয়ে যাওয়া একটি আচর্য বিষয় বলেও তিনি জানান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি এখনো আমি জানি না তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha