আজকের তারিখ : মে ২৪, ২০২৫, ৪:৪৮ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২৪, ৬:৩৯ পি.এম
ভেড়ামারায় র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া ভেড়মারা উপজেলার আলোচিত নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামিকে আজ শনিবার বিকেলে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া গ্রামের মৃত মুক্তার সরদার’র ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার (৫০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের মেইন রাস্তা সংলগ্ন আশিকের চায়ের দোকান হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদারকে আজ শনিবার বিকেলে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। যার মামলা নং-১০।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha